Covid 19 এর ভয়াল কোপ থেকে বাঁচতে এই বারের IPL 2021 টুর্নামেন্ট
স্থগিত করে দেয়া হয়েছিল। আজ শনিবার বিসিসিআই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
ভারত থেকে বাকি ম্যাচ গুলিকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়েযাবার বেপারে BCCI একমত হয়েছে , খবর টি জানিয়েছেন BCCI
সহ সভাপতি রাজীব শুক্লা।
যবে থেকে IPL এর বাকি ম্যাচ গুলিকে স্থগিত করা হয়েছিল , তখন থেকেই জল্পনা চলছিল গতবারের মতন হয়তো এবারেও বাকি ম্যাচ গুলিকে
সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। গতবারের সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল স্থান্তরিত করার ফলে সাফল্য এসেছিলো
BCCI এর কাছে , এবারেও হয়তো সেই কথা মাথায় রেখে এই স্থানান্তরণ করা হলো।
এখনো পর্যন্ত ৩১ টি ম্যাচ বাকি রয়েছে। গত ৯ই এপ্রিল ১৪ তম IPL শুরু হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান ও চাননি সুপারকিংস দলের মধ্যে।
এর পর মোট ২৫ টি ম্যাচ ভালো ভালো সম্পন্নও করা গেলেও কয়েকজন খেলোয়াড় Covid 19 এ আক্রান্ত হন।
তখন BCCI সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট স্থগিত করার জন্ন্যে।
Covid-19 রোগীদের জন্য ভাইরাস ধ্বংসকারী মুখোশ, বানালো এক বাঙালি ছাত্রী
এই পর্যন্ত IPL টুর্নামেন্ট এ লীগ রাউন্ড ওঃ প্লে অফ এ মোট ৬০ টি করে ম্যাচ খেলে হয়। এবার ২৯ টি ম্যাচ সম্পন্নও হয়ে গেছে ,
বাকি ৩১ টি ম্যাচ খেলা হবে , যদিও BCCI এখনো পর্যন্ত আইপিএল এর বাকি ম্যাচ গুলির schedule of ipl 2021 এখনো জানায়নি ,
তথ্য মারফত যতটা জানা যাচ্ছে তাতে বাকি ম্যাচ গুলি ১৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে খেলে হবে।