Covid-19 রোগীদের জন্য ভাইরাস ধ্বংসকারী মুখোশ, বানালো এক বাঙালি ছাত্রী

একাদশ শ্রেণীর ছাত্রী দিগন্তিকা বোস এক আশ্চর্য মাস্ক বানিয়েছে, যেটি সম্ভবত Covid-19 ভাইরাস কে নষ্ট করতে পারে।
সর্বভারতীয় প্রতিযোগিতায় তার এই মাস্ক shortlist করা হয়েছে।

দিগন্তিকা বোস পূর্ব বর্ধমান জেলার মেমরি অঞ্চলের বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের একাদশ শ্রেণীর ছাত্রী।
এটি এমন একটি বাতাস সরবরাহকারী এবং ভাইরাস ধ্বংসকারী মুখোশ যা তৈরী করতে সাত দিন সময় লেগেছে।
দিগন্তিকা সবসময়তেই বিজ্ঞানকে ভালোবাসে , স্কুল বন্ধ থাকার জন্ন্যে সে বাড়িতে বসেই এই মাস্ক এর কাজ করেছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দিগন্তিকার কাছে অনুমতি চেয়েছে, এই Covid-19 মারণ ভাইরাসের বিরুধ্যে তার এই উদ্ভাবন কে এগিয়ে নিয়ে যেতে।

রাজ্যের অনন্য খবর

কিভাবে কাজ করে এই মাস্ক ?

মুখোশটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে দুটি ওয়ান-ওয়ে ভালভ এবং দ্বিতীয় অংশে দুটি কন্টেইনার রয়েছে।
যখন কেও শ্বাস নেন তখন একটি কন্টেইনার এর জলে ধূলিকণা এবং ভাইরাসের ক্ষতিকারক লিপিড প্রোটিন
আটকে যায় এবং নষ্ট হয়ে যায় , আরেকটা ভালভ দিয়ে বিশুদ্ধ বাতাস ফুসফুসে প্রবেশ করে। যখন কোনও রোগী
আবার শ্বাস ছাড়েন, তখন বায়ুটি অন্য আর একটি ভালভ দিয়ে বেরিয়ে যায় এবং এই বাতাস ভিরাসের লিপিড
প্রোটিন কে ভাঙতে সাহায্য করে।

দিগন্তিকা বলে “এই মুখোশটি দেশের কোভিড -19 মহামারীতে কাজ করবে। আমার খুব ভাল লাগছে , কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রকের
এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহিত করেছে । আমার দেশের জন্য কিছু করতে পেরে আমি খুব খুশি”

News source

Leave a Comment

Exit mobile version