Cyclone Tauktae এক প্রকারের ঘূর্ণিঝড় যেটি আগামী ১২ ঘন্টার মধ্যে আছড়ে পড়তে পারে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে।
এরই মধ্যে কেরল রাজ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে , আগামী ২৪ ঘন্টার জন্ন্যে লাল সতর্কবাণী ঘোষণা করা হয়েছে মৌসম ভবন থেকে।
১৮ তারিখের মধ্যে এই Cyclone Tauktae গুজরাটের উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে আছড়ে পড়তে পারে।করলে বৃষ্টি শুরু হয়ে গেছে ,মোটেও উপর
৮ টি জেলায় লাল সতর্কবার্তা ঘোষণা করা হয়েছে আবহ দফতর থেকে।
লাল সতর্কতা হওয়া জেলাগুলি হল তিরুঅনন্তপুরম, কাসারগড় , কোল্লম, মল্লপুরম,পাঠানমিত্তা,ওয়েইনাড় কোঝিকোড় ও কন্নুর ।