Govt schemes west bengal govt এর কৃষি পরিকাঠামো উন্নয়নের নতুন পদক্ষেপ , সর্বাধিক ২ কোটি টাকা পর্যন্ত প্রকল্প মূল্য দেয়া হবে।
Table of Contents
কারা এই govt schemes এর সুবিধা নিতে পারবেন ?
- নবীন উদ্যোগপতি (start -up)
- কৃষি উদ্যোগপতি (Agri . Entrepreneur )
- সমবায় সংস্থা (PACS)
- স্বনির্ভর গোষ্ঠী (SHGs)
- কৃষক উৎপাদন সংস্থা (FPOs)
- নিয়ন্ত্রিত বাজার সমিতি (RMC)
- যৌথ দায়বদ্ধ গোষ্ঠী (JLGs)
- রাজ্য সংস্থা (State Agencies)
Agriculture infrastructure fund official link
কি কি প্রকল্প agriculture infrastructure fund এই জন্ন্যে প্রযোজ্য ?
- লজিস্টিক সাপোর্ট সিস্টেম
- পণ্য পরীক্ষণ সংস্থা
- গোদাম ঘর (Ware House)
- সুরক্ষিত চাষের কাঠামো
- প্রাথমিক পক্রিয়াকরণ কেন্দ্র
- বাছাই ও গ্রেডিং কেন্দ্র কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র
- প্যাক হাউস
- কোল্ড চেন
- পরিপক্ক কক্ষ (Ripening chamber)
- রাইস মিল , তেল মিল , ডাল মিল
- সাপ্লাই চেইন পরিখাঠামো , প্রভৃতি
কত টাকা সাহায্য পাওয়া যাবে এই govt schemes থেকে ?
প্রকল্প মূল্য ২ কোটি টাকা পর্যন্ত কোনো রকম কে ল্যাটেরাল সিকিউরিটি ব্যাতিত ক্রেডিট গ্যারেন্টি – সহ সর্বাধিক ৭ বছর মেয়াদের জন্ন্যে প্রদান করা হবে এবং সুদে ৩% অনুদান পাওয়া যাবে। বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন ( FPO , MIDH ইত্যাদি ) ভর্তুকি বা সহায়তা এই Govt schemes এ যুক্ত করা যাবে।
Free WiFi zone in West Bengal
সমবায় সংস্থা (PACS) : সমবায় সংস্থা – এর মাধ্যমে ৪% সুদে সমবায় সমিতি গুলো ঋণ পাবে ও সঠিক সময়ে প্রকল্প রূপায়ণ করলে ৩% সুদে ছাড় পাবে। এতএব মাত্র ১% সুদে প্রকল্পের সুযোগ নিতে পারবে।
কিভাবে আবেদন করতে হবে এই agriculture infrastructure fund এর জন্ন্যে ?
ইমেইল এড্রেস : spmu.aif.gowb@gmail.com অথবা যোগাযোগ করুন জেলা শাসকের দফতরে / ব্লকের কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দফতরে।
FAQ Follows
প্রকল্প মূল্য ২ কোটি টাকা পর্যন্ত কোনো রকম কে ল্যাটেরাল সিকিউরিটি ব্যাতিত ক্রেডিট গ্যারেন্টি
ইমেইল এড্রেস : spmu.aif.gowb@gmail.com অথবা যোগাযোগ করুন জেলা শাসকের দফতরে / ব্লকের কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দফতরে।
প্রকল্প মূল্য ২ কোটি টাকা পর্যন্ত কোনো রকম কে ল্যাটেরাল সিকিউরিটি ব্যাতিত ক্রেডিট গ্যারেন্টি – সহ সর্বাধিক ৭ বছর মেয়াদের জন্ন্যে প্রদান করা হবে এবং সুদে ৩% অনুদান পাওয়া যাবে। বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন ( FPO , MIDH ইত্যাদি ) ভর্তুকি বা সহায়তা এই Govt schemes এ যুক্ত করা যাবে।
West bengal govt এর জনমিহিনী প্রকল্প গুলি পেতে চোখ রাখুন আমাদের অনলাইন পোর্টাল এ। সাবস্ক্রাইব করুন আমাদের portal টিকে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্ন্যে।
Source : Eisamay news paper