এই বছরের মতন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল করা হলো।
নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Covid ১৯ এর কথা মাথায় রেখে এই বছরের মতন বাতিল করা হলো মাধ্যমিক ও উচচমাধ্যমিক পরীক্ষা । তবে এখন সবচে বড় প্রশ্ন তাহলে মূল্যায়ন করা হবে কিভাবে ? ৭ দিনের মধ্যে কমিটি জানিয়ে দেবে কিভাবে দুই পরীক্ষার মূল্যায়ন করা হবে ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবক দের কাছে জানতে চেয়েছিলেন এবার পরীক্ষা এর ব্যাপারে তাতে সর্বসা করলে ৩৪০০০ ইমেল এসেছে দফতরে । তার মধ্যে ৮৩ শতাংশই এসেছে পরীক্ষা বাতিল করার বিষয়ে। অভিভাবক দের ইচ্ছা কেই মান্যতা দিয়েলেন মুখ্যমন্ত্রী।
সোমবার দুপুরের পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। তিনি নির্দেশ দেন, পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে যেন খেয়াল রাখা হয়।