প্রচুর ফলন হলেও ক্রেতার অভাব , চিন্তায় দিন কাটছে আম চাষীদের

গত বছরের ভয়াবহ করোনা পরিস্থিতির কথা এখনো কেও ভুলতে পারেনি, তারসাথে এই বছর চলেছে আংশিক লোকডাউন।
নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান হয়তো ঠিক থাকে পাওয়া যাচ্ছে কিন্তু ফলের রাজা আমের এখন দৈইন্ন্য দশা।

মুখ্য মন্ত্রী ভোটার আগে জেলা সফরে মালদা ,মুর্শিদাবাদে এসেছিলেন। তিনি বলেছিলেন আমি চাই , আমসত্ব চাই এবং আমের
আচারও চাই। পশ্চিম বঙ্গে পুনরায় সরকার গঠিত হয়েছে এবং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জী তৃতীয় বারের জন্ন্যে শপথ
গ্রহণ করেছেন , আমি চাষীদের আম হয়তো আচার , আমসত্ত্ব হয়েই থেকে যাবে , রফতানি করার যে সমস্যা গত বছরে
পোহাতে হয়েছিল এই বছর একই সমস্যার সম্মুখীন হতে হোচ্ছে।

মূলত মালদা এবং মুর্শিদাবাদ জেলা আমি চাষের জন্ন্যে জগৎ বিখ্যাত , এছাড়া হুগলী , নাদিয়া জেতাতেও আমের ভালো চাষ হয়।
এইবছর আমি চাষীদের থেকে জানা যাচ্ছে , এই সময় ক্রেতা রা দরদাম করে আমি কিনে নিয়ে যেত তবে এই বছর যোগান
থাকলেও ক্রেতার অভাব। অনুকূল পরিবেশ থাকার জন্ন্যে এই বছর ফলন ভালো হয়েছে তবে বিক্ক্রি করতে না পারলে এই বছর
আমি চাষীরা ক্ষতির সসম্মুখীন হতে পারেন এই আশঙ্কায় করছেন মালদহের আমি আমদানি / রফতানি সংক্তান্ত সংগঠনের সম্পাদক ,
তিনি বলেন রাজ্য সরকারকে এই বিষয়ে জানানো হবে এবং সরকারকে চাষীদের পাশে থাকার অনুরোধ করা হবে।

উচ্চমাধ্যমিক ২০২১ উপডেটস

Leave a Comment