আজ সকালে CBI গ্রেফতার করেছিল ফিরহাদ হাকিম, মদন মিত্র,সুব্রত মুখোপাধ্যায়,শোভন চট্টোপাধ্যায়কে।
সারা দিনের টানা পোড়েনের পর অবশেষে জামিন দিলেন বিচারক অভিযুক্ত ফিরহাদ হাকিম, মদন মিত্র,সুব্রত মুখোপাধ্যায়,শোভন চট্টোপাধ্যায়কে।
সকাল বেলা ফিরহাদ হাকিম, মদন মিত্র,সুব্রত মুখোপাধ্যায়,শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে তৃণমূল
সমর্থকরা কলকাতায় নিজাম প্যালেস এর সামনে কার্যত অবথান বিক্ষোভ করে। তৃণমূল সমর্থক দের অভিযোগ
কেন্দ্রীয় বাহিনী তাদের উপর লাঠি চার্জ করে , তাই TMC এর দিক থেকে ইট , জলের বোতল এবং, জুতো ইত্যাদি
ছুড়ে বিক্ষোভ দেখায় । তবে কিছুক্ষনের পর অবস্থা নিয়ন্ত্রণ নিয়ে আসেন পুলিশ কর্মীরা।
রাজ্যের বিভিন্ন্য জায়গায় শুরু হয়ে যায় বিক্ষোভ যেমন কৃষ্ণনগর , আরামবাগ , কালনা, শিলিগুড়ি ও বর্ধমানের বিভিন্ন জায়গায়
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সারাদিন চলে অবস্থান বিক্ষোভ। কলকাতার সেন্ট্রাল এভিনিউ এ প্রধানমন্ত্রীর কুশ পুতুল পোড়ানো হয়।
এর সাথে সাথে TMC সমর্থক রা চলে যান কলকাতার রাজভবন এর সামনে সেখানেও বিক্ষোভ দেখানো হয় এই গ্রেফতারির বিপক্ষে ।
এই সবের মাঝে দুপুর বেলা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে TMC সমর্থকদের উদ্দেশে জানানা আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে ,
কোনো রকম বিশৃঙ্খলা যেন না করা হয়।
রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে উদ্বগ প্রকাশ করেন। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি উদ্বিগ্ন , উনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন
কে আইন মোতাবেক পদক্ষেপ নিতে বলেন।
তৃণমূলের তরফ থেকে আইন জীবিরা আবেদন করেন জামিনের জন্ন্যে। CBI এর তরফ থেকে বলা হয়েছে এই চারজন প্রভাবশালি।
তাই এনারা প্রমান লোপাট করতে পারেন তাই ১৪দিনের পুলিশ কাস্ট্রোডি চেয়েছে CBI , কিন্তু TMC এর আইন জীবিরা বলেছেন
অতীতে সবরকম তদন্তে সাহায্য করেছেন এই অভিযুক্তরা, এছাড়া আরও অনন্য কারণ ও দেখানো হয় অভিযুক্তদের সমর্হনে।