Narada Case | নারদ মামলায় ফিরহাদ হাকিম, মদন মিত্র,সুব্রত মুখোপাধ্যায়,শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই

নারদ মামলায় CBI গ্রেফতার করলো রাজ্যের 4 নেতা মন্ত্রীদের। আজ সকালে আচমকাই হানা দিয়ে ফিরহাদ হাকিম,
সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। গ্রেফতারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন
পশ্চিম বঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার সকালে নারদ মামলায় নিজাম প্যালেস ফিরহাদ হাকিম,সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়কে
নিয়ে গিয়ে অ্যারেস্ট মেমোতে সই করানো হয়। সূত্রের খবর, আজ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করবে সিবিআই রাজ্যপালের
কাছ থেকে অনুমতি মেলার পর, নারদকাণ্ডে অভিযুক্ত চার নেতা-মন্ত্রীর বিরুদ্ধে।

তৃণমূল দলের তরফ থেকে প্রশ্ন উঠছে, নারদ মামলায় অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার কৰা হলো না শুভেন্দু ও মুকুল রায় কে ।

এই রকম ভাবে গ্রেফতার করা হলে প্রশ্ন করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ। তিনি বলেন, আমাকে কোনও চিঠি দেওয়া হয়নি।
তাঁর প্রশ্ন, অধ্যক্ষের পদ ফাঁকা থাকলে অন্য কথা ছিল। কিন্তু, অধ্যক্ষ থাকা সত্ত্বেও কেন অনুমতি নেওয়া হল না। এছাড়া তিনি বলেন যে
জরাজ্যপাল এই ভাবে চার্জশীট দিতে পারেন কি ভাবে। এটা খুব বিস্ময়কর।

যদিও, সিবিআই-এর দাবি, তারা আইন অনুযায়ী কাজ করেছে। তদন্তকারী সংস্থার দাবি, আইনে একটা সংস্থান রয়েছে যে, রাজ্যপালের কাছ থেকেও অনুমতি নেওয়া যেতে পারে। ফলে, আইনের পরিধির মধ্যে থেকেই কাজ করেছে সিবিআই বলে দাবি গোয়েন্দাদের।

Source Link

Leave a Comment

Exit mobile version