Parai Sikhalaya Prakalpa 2022 west bengal govt new scheme (পাড়ায় শিক্ষালয়)

Parai Sikhalaya Prakalpa 2022 (পাড়ায় শিক্ষালয়)

Parai Sikhalaya Prakalpa পশ্চিমবঙ্গ সরকারের একটি  নতুন উদ্যোগ, এই প্রকল্পের মাধ্যমে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে  স্টুডেন্টদের পাড়ার একটি নির্দিষ্ট স্থানে,  কোভিদ পরিস্থিতির জন্য  যেহেতু স্কুল গুলি বন্ধ রাখা হয়েছে তাই এই উদ্যোগটি প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হবে বলেই আশা করা যায়

কবে থেকে শুরু হবে পাড়ায় শিক্ষালয় প্রকল্পটি?

24 শে জানুয়ারি পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রেস কনফারেন্স করে জানান যে পাড়ায় শিক্ষালয় এই প্রকল্পটি শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার  আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে পাড়ায় খোলা মাঠে অভিনেত্রী হেনে এই প্রকল্পটির সূচনা করা হবে

Parai Sikhalaya
Parai Sikhalaya Prakalpa 2022 west bengal govt new scheme

কারা পড়াবেন এই বাচ্চাদের এই প্রকল্পটিতে?

প্রকল্পটিতে বাচ্চাদের পড়াবেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক পার্শ্বশিক্ষক রা যেহেতু স্কুল বন্ধ সেতু বাচ্চাদের পঠন-পাঠনের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল এই নতুন প্রকল্পের বাচ্চারা উপকৃত হবে সাথে শিক্ষকরা পাঠদান করতে সমর্থ থাকবে এতে শিক্ষার মান যেরকম বজায় থাকবে একই সাথে নতুন প্রকল্পের ফলে নতুন একটি উন্মোচন হতে চলেছে

প্রথাগত স্কুলের শিক্ষা দান করার জন্য স্কুল খোলা হবে কবে?

রাজ্য সরকার স্কুল ঘুরতেই চায় তবে কোভিদ কথা মাথায় রেখে বর্তমানে স্কুল বন্ধ রাখা হয়েছে তারা শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে তবে কবে স্কুল খোলা হবে তার ডিসিশন নেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এই নতুন প্রকল্পে পড়ানোর জন্য?

প্রায় 2 লক্ষ শিক্ষা এবং 12000 প্রধান শিক্ষক রয়েছেন প্রাথমিকে শিক্ষাদান করার জন্য তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে এই নতুন প্রকল্পের শিক্ষা করার জন্য

Download WB Paray Sikhalaya Notice

ডাউনলোড পাড়ায় শিক্ষালয় প্রকল্পের নোটিশ

অফিশিয়াল ওয়েবসাইট পাড়ায় শিক্ষালয় প্রকল্পটির জানার জন্য

পাড়ায় শিক্ষালয় প্রকল্প Click here

হেল্পলাইন নাম্বার

Shri Subhra Chakrabarti, State Project Director, PBSSM, (Mobile:9007198960) is Nodal Officer of the program at the State level.

Related Aricles:

Govt schemes Agriculture infrastructure fund 2022

পকেট ভেন্টিলেটর আবিষ্কার করলেন বাঙালি বৈজ্ঞানিক

Covid 19 Mask বানিয়ে ফেললেন IIT-র গবেষক

আগামী ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে পাড়ায় খোলা মাঠে অভিনেত্রী হেনে এই প্রকল্পটির সূচনা করা হবে

প্রকল্পটিতে বাচ্চাদের পড়াবেন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক পার্শ্বশিক্ষক রা

রাজ্য সরকার স্কুল খুলতেই চায় তবে কোভিদ কথা মাথায় রেখে বর্তমানে স্কুল বন্ধ রাখা হয়েছে

প্রায় 2 লক্ষ শিক্ষা এবং 12000 প্রধান শিক্ষক রয়েছেন প্রাথমিকে শিক্ষাদান করার জন্য

www.banglarshiksha.gov.in

State Project Director, PBSSM, Mobile:9007198960

Leave a Comment