চলতি সপ্তাহের প্রথমদিকে থেকেই বৃষ্টির আমেজ পাওয়া যাচ্ছে। একদিকে যখন উচ্চ তাপমাত্রায় মানুষ ক্লান্ত, তখন সস্তি এই এনে দিয়েছে এই বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার প্রধানত আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণ বঙ্গে, মূলত উত্তর 24 পরগনা , কলকাতা, দক্ষিণ 24 পরগনা , হুগলি, নদীয়া জেলায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে কলকাতার বিস্তৃণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে , গাড়িঘোড়া চলাচলে বিঘ্ন ঘটে, সাধারণ মানুষ অসুবিধার সম্মুখীন হন।যেহেতু লোকাল ট্রেন বন্ধ রয়েছে গত সপ্তাহ থেকে, তাই ট্রেন যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়নি।
মঙ্গলবার বৃষ্টিতে পাঁচ জন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান বিভিন্ন জেলায়। কলকাতায় রাজভোবনের সামনে এক জনের মৃত্যু হয় এই বজ্রপাতের কারণেই।